পৃথিবীর শীর্ষ দশটি জনবহুল দেশ ।
বার্ষিক ১.০৫% জনসংখ্যার প্রাবিদ্ধির হার নিয়ে বর্তমানে এগিয়ে চলেছে আমাদের পৃথিবী। বিভিন্ন বিশেষজ্ঞদের মতে একই ভাবে যদি ২০৫০ সাল নাগাদ চলতে থাকে তবে, আমাদের পৃথিবীর মোট জনসংখ্যা দাঁড়াবে প্রায় ১০ বিলিয়নের কাছাকাছি । অথচ ১৯৫০ সালে যেখানে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল ২৫৫ কোটি ৬০ লক্ষ, যা বর্তমান সময়ের মোট জনসংখ্যার আর্ধেরও কম। বার্তমানে এই সংখ্যাটি এসে দাঁড়িয়েছে ৭.৮ বিলিয়ন বা ৭৮০ কোটিতে, বিশাল এই জনসংখ্যার ৫৬.২ % মানুষ-ই শহরাঞ্চলে বসবাসরত,গত ২০১৯ সালের তুলনায় ০.৫ % বৃদ্ধি পেয়েছে। ১৮০০ শতকে সর্বপ্রথম পৃথিবীর মোট জনসংখ্যা দাঁড়ায় ১০০ কোটি, এরপর ১৯৩০ এর দশকে ২০০ কোটি, ১ বিলিয়ন থেকে ২ বিলিয়নে পৌঁছাতে ১২৬ বছর সময় লাগলেও পরর্বতী মাত্র ৫৭ বছর সময়ের ব্যবধানে ২ বিলিয়নের জনসংখ্যা হয়ে দাঁড়ায় ৫ বিলিয়ন । ১৯৬০ এর দশকে ৩ এবং ১৯৭৪ সালে ৪ বিলিয়ন ছিল পৃথিবীর জনসংখ্যা, বিংশ শতাব্দীর মধ্যেই পৃথিবীর মোট জনসংখ্যা ৬০০ কোটি অতিক্রম করে। ১৯৫০ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ, গত ৭০ বছরে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুনেরও বেশি বা প্রায় ৫৩০ কোটি।
গড়ে প্রায় প্রতি বছর ৮ থেকে সাড়ে ৮ কোটি বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর জনসংখ্যা, শুধুমাত্র ২০১৯ সালেই ০৮ কোটি ২৩ লাক্ষ ৭৭,০৬০ জন বৃদ্ধি পেয়েছিল, এবং চলতি বছরের ২রা আগষ্ট ২০২০ তারিখের হিসাব অনুযায়ী ০৮ কোটি ১৩ লাক্ষ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই। মজার ব্যপার হল,এই বিশাল জনসংখ্যার ৫৭.৭ % মানুষ-ই বসবাস করে মাত্র পৃথিবীর ১০টি দেশে এবং বাকি ৪২.৩% বসবাস করে পৃথিবীর অনান্য সমস্ত দেশ গুলিতে। জনসংখ্যায় পৃথিবীর শীর্ষ দশটি দেশ নিয়ে আজকের এই প্রতিবেদন।
এই প্রতিবেদনটির ভিডিও দেখতে চাইলে, আমাদের চ্যালেনটিতে এখনি প্রবেশ করুন এবং পর্বতীতে এমন-ই তথ্যবহুল ভিডিও পেতে চ্যালেনটি সাবস্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক,কমেন্ট ও পরিজনদের সাথে শেয়ার করুন।
-ঃ পৃথীবির শীর্ষ দশটি জনবহুল দেশ তালিকা ঃ-
১০. মেক্সিকো - উত্তর আমেকিকা মহাদেশের দ্বিতীয় সর্ব্বোচ্চ জনবহুল দেশটির বর্তমান জনসংখ্যা ১২ কোটি ৯০ লাক্ষ ৫৮ হাজার, মোট জনসংখ্যার ৮৩.৮ % মানুষ-ই শহরাঞ্চলে বসবাস।
০৯. রাশিয়া - আয়তন অনুসারে বিশ্বের সবচেয়ে বড় দেশটি পৃথিবীর মোট আয়তনের ১১ % জায়গা জুড়ে অবস্থান করলেও, অপর দিকে দেশটিতে ১৪ কোটি ৫৯ লাক্ষ ৪৩,৪৬২ জন মানুষের বসবাস রয়েছে যা পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ১.৯০ % ।
০৮. বাংলাদেশ - স্বাধীনতার সময় দেশটির মোট জনসংখ্যা ছিল প্রায় সাড়ে ৬ কোটি, স্বাধীনতা পরর্বতী সময়ে আর্থাৎ গত ৪৯ বছরে এই সংখ্যাটি বেড়ে বর্তমান দেশটির জনসংখ্যা ১৬ কোটি ৪৮ লাক্ষ ২৯ হাজার। বাংলাদেশের জনঘনত্বের খুবিই উচ্চ এখানে প্রতি বর্গ কিলোমিটারে ১২৬৫ জন মানুষের বসবাস
০৭. নাইজেরিয়া - বার্ষিক ২.৫৮ % প্রবৃদ্ধি হারে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে দেশটির জনসংখ্যা, পরিসংখ্যান অনুযায়ী নাইজেরিয়া ২০৫০ সালের মধ্যেই পৃথিবীর তৃতীয় জনবহুল দেশের শেরপা অর্জন করবে। দেশটিতে ২০ কোটি ৬১ লাক্ষ ৩৯,৫৮৯ জনের বসবাস রয়েছে বর্তমানে।
০৬. ব্রাজিল - আয়তনের বিচারে বিশ্বের পঞ্চম স্থানে থাকলেও, জনসংখ্যার দিক থেকে পৃথিবীর ষষ্ঠতম জনবহুল দেশটির মোট জনসংখ্যা ২১ কোটি ২৫ লাক্ষ ৫৯,৪১৭ জন। ব্রাজিলের মোট জনসংখ্যার ৮৮% মানুষের বসবাস শহরাঞ্চালে।
০৫. পাকিস্তান - দুগ্ধ উৎপাদনে পৃথিবীর তৃতীয় স্থান দখলকারী দেশটির বর্তমান জনসংখ্যা ২২ কোটি ১৩ লাক্ষ, এখানকার ৬৬.৯ % মানুষের বসবাস গ্রামাঞ্চলে।
০৪. ইন্দোনেশিয়া - পৃথিবীর শীর্ষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ জাভার অবস্থান ইন্দোনেশিয়াতেই, দেশটির বর্তমান জনসংখ্যা ২৭ কোটি ৩৭ লাক্ষ ৭৬,৭৭৪ জন। এদেশের ৮৭.২% মানুষ-ই ইসলাম ধর্মের অনুসারী,দেশটির মোট জনসংখ্যার ৪১% জাভানিজ জাতিগষ্ঠির।
০৩. যুক্তরাষ্ট - জনসংখ্যায় ১০০ কোটিরও বেশি ব্যবধান থাকলেও দ্বিতীয় দেশটির সাথে, এটিই পৃথিবীর তৃতীয় এবং আমেরিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ। ৩৩ কোটি ১১ লাক্ষ ৮৮,৭৭৬ জন এদেশের বর্তমান জনসংখ্যা।
০২. ভারত - পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ১৩৮ কোটি ১২ লাক্ষ, যা সমগ্র বিশ্বের মোট জনসংখ্যার ১৭.৭ % । দ্রুত গতীতে বৃদ্ধি পাচ্ছে দেশটির জনসংখ্যা এর কারনে ২০৩০ সাল নাগাদ চীনকে টপকে এটিই হবে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ, সম্ভব্য তখন ভারতবর্ষের জনসংখ্যা দাঁড়াবে প্রায় ১৬৪ কোটি।
০১. চীন - আয়তনের নিরিখে সমগ্র বিশ্বের তৃতীয় স্থানে অবস্থান করলেও জনসনংখ্যার হিসাব অনুযায়ী এটিই পৃথিবীর শীর্ষ জনবহুল দেশ। পুরো পৃথিবীর ১৮ % মানুষের বাসস্থান চীনের বর্তমান জনসংখ্যা ১৪৩ কোটি ৯৮ লাক্ষ ২৮,২০১ জন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন